২৩শে এপ্রিল, ২০২৫ ইং | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:০৭
ব্রেকিং নিউজ

বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে ৭ শতাধিক যাত্রীকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক:

বিনা টিকেটে ট্রেনভ্রমণের দায়ে গাজীপুরে সাত শতাধিক যাত্রীকে অর্থদন্ড করেছে রেল কর্তৃপক্ষ। ৬ ডিসেম্বর বুধবার দিনব্যাপী জয়দেবপুর জংশন দিয়ে চলাচলকারী বিভিন্ন ট্রেন থামিয়ে ব্লক চেক দেয়া হয়।
রেলওয়ের চীফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্বাঞ্চল) সরদার শাহাদাত আলী সাংবাদিকদের জানান, বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৭০৩ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ এক লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা আদায় করা হয়েছে।
তিনি আরো বলেন, রাজস্ব এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী জয়দেবপুর জংশনে চলাচলকারী নীলসাগর, তিস্তা, একতা, রংপুর, ব্রহ্মপুত্র, সিল্কসিটি, যমুনা, হাওড় এক্সপ্রেসসহ ১৪টি ট্রেনে এ অভিযান চালানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৭, ২০১৭ ১২:২৬ অপরাহ্ণ