স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে নাগপুরে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির দেখা পেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। নাগপুরের এই সেঞ্চুরি পঞ্জিকাবর্ষে তিন সংস্করণ মিলিয়ে কোহলির দশম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড এখন একমাত্র কোহলির দখলেই।
টেস্টে করেছেন চারটি এবং ওয়ানডেতে ছয়টি। সবমিলিয়ে ক্যারিয়ারে কোহলির ঝুলিতে রয়েছে ৫১টি সেঞ্চুরি। কলকাতায় সিরিজের আগের ম্যাচে সেঞ্চুরি করে কোহলি ছুঁয়েছিলেন রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথকে। ২০০৫ ও ২০০৬ সালে ৯টি করে আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন পন্টিং। ২০০৫ সালে সমান সেঞ্চুরি করেছিলেন স্মিথও।
ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও এখন কোহলি। নাগপুরে ১৩০ বলে ক্যারিয়ারের ১৯তম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার মধ্যে দিয়ে ভারতীয় ক্রিকেটের জীবন্ত ‘কিংবদন্তি’ সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে গেলেন তিনি। অধিনায়ক হিসেবে টেস্টে ১১টি সেঞ্চুরি করেছিলেন গাভাস্কার। লঙ্কানদের বিপক্ষে এই সেঞ্চুরি দিয়ে রাহুল দ্রাবিড়ের এক বছরে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ডও ছুঁয়েছেন কোহলি। ২০০৬ সালে ৩৯ ম্যাচে ১৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন ‘দ্য ওয়াল’।
দৈনিক দেশজনতা /এন আর