নিজস্ব প্রতিবেদক:
যশোর জেনারেল হাসপাতাল থেকে শামিম হাসান নীরব নামে একজন ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের তৃতীয় তলা থেকে তাকে আটক করা হয়। আটক নীরব ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ফুলবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম কামরুল ইসলাম বেনু সাংবাদিকদের জানান, তিনি কিছুক্ষণ আগে শুনেছেন শামিম হাসান নীরব একজন ভুয়া চিকিৎসক। গত ৪-৫ দিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করছে। বুধবার সকালে করোনারি কেয়ার ইউনিটের তৃতীয় তলায় গিয়ে একজন রোগীর ফাইলে (ব্যবস্থাপত্রে) বিভিন্ন ওষুধ লেখে। এমন খবর পেয়ে হাসপাতালের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হবে। কোতয়ালি থানার এসআই মাহবুবুর রহমান বলেন, শামিম হাসান নীরব নামে এক ভুয়া চিকিৎসককে হাসপাতাল কর্তৃপক্ষ আটক করে তার কাছে সোপর্দ করেছে। তিনি তাকে থানায় পাঠিয়েছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ