২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৫

ত্রিশালে ‘বখাটেদের’ হামলায় স্কুলশিক্ষক আহত

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ত্রিশালে বখাটেদের হামলায় একজন শিক্ষক আহত  হয়েছেন। মঙ্গলবার জেএসসি পরীক্ষা দিতে এসে কেন্দ্রের সামনে ইভটিজিংয়ের শিকার হন ছাত্রীরা। এসময় প্রতিবাদ করায় আবুল মনসুর নামে ওই শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করে বখাটেরা। আবুল মুনসুর ত্রিশাল বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাহমিনা আক্তার জানান, আহতের মুখে ও মাথায় আঘাত লেগেছে। তিনি এখন আশংকামুক্ত।

অভিযোগ করে আবুল মুনসুর বলেন, ত্রিশালে জেএসসি পরীক্ষার ভেন্যু নজরুল কলেজের গেইটে প্রতিদিন পরীক্ষার হলে প্রবেশের সময় মেয়েদের ইভটিজিং করে বখাটেরা। ইভটিজিংয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় ছাত্রীরা বিষয়টি শিক্ষককে জানান। মঙ্গলবার পরীক্ষার হলের ফটকে বখাটেদের হাতেনাতে ধরেন শিক্ষক আবুল মনসুর। এসময় তিনি বখাটেদের থামানোর চেষ্টা করে না পেরে পরীক্ষার হলে চলে যান এবং পরীক্ষার হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ রঞ্জনকে বিষয়টি জানান। এরপর পরীক্ষার ডিউটি শেষে হল থেকে বের হওয়ার পর ১০ থেকে ১২ জন বখাটে তাকে আক্রমণ করে।

এ ব্যাপারে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন জানান, শিক্ষকের সার্বিক দায়িত্ব নিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দেয়া হয়েছে। ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :নভেম্বর ১৫, ২০১৭ ২:৩৯ অপরাহ্ণ