১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:২০

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আমিন (২৩) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগর মহুরি পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার সময় উপজেলার মোহাম্মদ আমিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা এলাকায় মালবাহী ট্রাক থেকে বস্তাভর্তি মাল নিচে নামাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান পিছন দিক থেকে জোরে ধাক্কা দিলে আমিন গুরুতর আহত হন। পরে আহত আমিনকে স্থানীয়রা আশ-শেফা হাসপাতাল পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টায় মৃত্যুবরণ করেন। সাতকানিয়াধীন দোহাজারি হাইওয়ে থানার ওসি মো.মিজানুর রহমান সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় এক দিনমজুর নিহত হয়েছেন এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
দৈনিকদেশজনতা/ আই সি 
প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ২:৫৯ অপরাহ্ণ