নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট উপজেলায় এক হাজার ৩২৪ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. তজিবর (৫৫)। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে টাংগন পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তজিবরের বাড়ি চারঘাটের টাংগন পূর্বপাড়া গ্রামে। তার বাবার নাম আবু বক্কর। র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুল ফেন্সিডিল বিক্রির জন্য তজিবর অপেক্ষা করছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে এক হাজার ৩২৪ বোতল ফেন্সিডিলসহ তজিবরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তজিবরের বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার তজিবরকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

