১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:৩৪

ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার ব্রীজ পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তীব্র যানজটে বাসের যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।
বাস যাত্রীরা জানায় সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার ব্রীজ পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। প্রচন্ড রোদে বাস যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।
নজরুল ইসলাম নামের এক বাস যাত্রী জানায় সকাল ১০ টা থেকে প্রায় দুই ঘন্টা হয় মহাসড়কে যানজটে বসে আছি। যানজট নিরসনে পুলিশকে কোন উদ্যোগ নিতে দেখা যায়নি বলে তিনি জানান।
মহাসড়কের গাবতলীতে সিটি করর্পোরেশনের কাজ চলায় ঢাকা-আরিচা মহাসড়কে যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই আবুল হোসেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৩, ২০১৭ ২:১৬ অপরাহ্ণ