নিজস্ব প্রতিবেদক:
রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে নোটিশ স্থগিত করা হয়েছে বলে জানান টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক এএমএম মহিউজ্জামান। তিনি বলেন, গতকাল এক সভায় শিক্ষার্থীদের আবেদনের বিষয়ে পর্যালোচনা করে আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এখন থেকে টিএসসির কার্যক্রম স্বাভাবিকভাবে আগের মতোই চলবে।
এর আগে গত শনিবার টিএসসির সব ধরনের কার্যক্রম রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

