১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:০৭

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ (স্নাতক) সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে চলবে ১১টা পর্যন্ত। সূত্র আরো জানায়, উক্ত ভর্তি পরীক্ষা মোট ৮৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোর মধ্যে ঢাবি ক্যাম্পাসের ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩৩টি স্কুল-কলেজ রয়েছে।

স্কুল কলেজগুলো হচ্ছে- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, আনোয়ারা বেগম মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ, ড. শহীদুল্লাহ কলেজ, লালবাগ মডেল স্কুল ও কলেজ, আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ, নতুন পল্টন লাইন স্কুল এন্ড কলেজ, অগ্রণী স্কুল এন্ড কলেজ, ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নীলক্ষেত হাই স্কুল, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, শেরে বাংলানগর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, শেরে বাংলানগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়েল স্কুল এন্ড কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, টিকাটুলি কামরুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সেন্ট্রাল উইমেন্স কলেজ এবং দনিয়া কলেজ।

এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষাটি সম্পাদনের জন্য হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ধরনের ইলেক্ট্রনিক যন্ত্র নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে বলে ঢাবি প্রশাসন সূত্রে জানা গেছে।

জানা গেছে, এ বছর এক হাজার ৬১০টি (বিজ্ঞানে-১১৪৭, বিজনেস স্টাডিজে-৪১০, মানবিকে- ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৮ হাজার ৫৪ জন। প্রতি আসনের বিপরীতে আবেদকারী ৬১জন।

প্রকাশ :অক্টোবর ২০, ২০১৭ ১০:৫৮ পূর্বাহ্ণ