রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় বুধবার রাতে শিবিরকর্মী সন্দেহে ৭ জন কে আটক করেছে পীরগাছা থানা পুলিশ। পরে তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে মামলা রুজু করে জেল-হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার অন্নদানগর বাজারে এরশাদ হোসেনের মালিকানাধীন চাঁদনী ডেকোরেটর’র ভিতরে একটি গোপন কক্ষে একদল শিবির নেতা নাশকতার পরিকল্পনা করছে বলে সংবাদ পায় পুলিশ। পরে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশ উপজেলার পঞ্চানন গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে আব্দুর রহমান (১৮), খামার নয়াবাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে ইমন মিয়া (১৭) ও এরশাদ মিয়া (৩২), রংনাথ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহেল রানা (১৪), আশরাফ আলীর ছেলে শাকিল মিয়া (১৩), নবু চালুনিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে লাবলু মিয়া (১৫) এবং কাউনিয়া উপজেলার বাজেমজকুর গ্রামের নুরুজ্জামানের ছেলে রিপন মিয়া (১৫)’কে ইসলামী বই-পুস্তকসহ আটক করেন। পীরগাছা থানার অফিসার ইনচার্জ বলেন, আটককৃতরা নিজেদের শিবিরকর্মী বলে জানায়। এদিকে স্থানীয় এক জামায়াত নেতা বলেন, ১২-১৩ বছরের ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে এসে শিবির কর্মি বলে চালান দেওয়া হয়েছে। বাস্তবে এদের সঙ্গে জামায়াত- কিংবা শিবেরের কোন যোগাযোগ নেই।
দৈনিক দেশজনতা /এন আর