স্পোর্টস ডেস্ক:
পিএসএলের দ্বিতীয় আসরে পেশোয়ার জালমিকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আফ্রিদি। তবে তৃতীয় আসরে আর জালমির জার্সিতে জালমির জার্সিতে দেখা যাবে না এই তারকাকে। পরের আসরে করাচি কিংসের হয়ে মাঠ মাতাবেন বুম বুম আফ্রিদি।
বুমবুম আফ্রিদিকে দলে পেয়ে বেশ আনন্দিত করাচি কিংসের মালিক সালমান ইকবাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আফ্রিদি পাকিস্তান ক্রিকেটে অনেক বড় একটা নাম। আমরা তাকে পেয়ে বেশ আন্দিত। তার অভিজ্ঞতা ও দক্ষতা করাচি কিংসকে আরও সামনে এগিয়ে নেবে।’ এদিকে আফ্রিদি নতুন ঠিকানায় গেলেও তার প্রশংসা করে জালমির মালিক জাভেদ আফ্রিদি বলেন, ‘আফ্রিদি একজন বিশ্বমানের খেলোয়াড়। দুর্দান্ত অবদানের জন্য পেশোয়ার জালমি পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

