১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:৫৫

২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে ইতালির নতুন লোগো

স্পোর্টস ডেস্ক:

রাশিয়ায় অনুষ্ঠেয় ২০১৮ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার চার তারকা যুক্ত নতুন লোগো উন্মোচন করেছে ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। ব্রাজিল সর্বাধিক ৫টি বিশ্বকাপ শিরোপা জয় করলেও একটি কম শিরোপা নিয়ে পরের অবস্থানেই রয়েছে ইতালি। ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বকাপের শিরোপা জয় করে আজ্জুরিরা। ফেডারেশনের সভাপতি কার্লো তাভেচ্ছিও বলেন,‘ আমাদের ইতিহাসকে সঙ্গী করে তিন বছর আগে শুরু হয়েছিল এফআইজিসি’র নতুন লোগো তৈরির কার্যক্রম। নতুন এই লোগোতে চার বারের বিশ্বকাপ শিরোপা জয়ের একটি দৃশ্যমান প্রমাণ উপস্থাপিত হবে। কারণ গোটা জাতিই এই গৌরবে গৌরবান্বিত।’
নতুন লোগো প্রকাশের পাশাপাশি আধুনিক ডিজাইনের ২০১৮ সালের বিশ্বকাপের জন্য জাতীয় দলের নতুন জার্সিও তৈরির কাজ চলছে, যেটি চলতি মাসের শেষদিকে জনসম্মুখে উপস্থাপন করা হবে। ১৯১১ সালে প্রথমবারের মত নীল জার্সি পড়তে শুরু করে আজ্জুরিরা। বাসস।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ৫:১৬ অপরাহ্ণ