আন্তর্জাতিক ডেস্ক:
মহাকর্ষীয় তরঙ্গ গবেষণায় অবদান রাখায় এ বছর পদার্থে নোবেল পেয়েছেন রাইনার উইস, ব্যারি সি বারিশ ও কিপ থর্ন। মঙ্গলবার সুইডেনের স্টকহোমে এ তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটির ঘোষণায় বলা হয়, লিগো ডিটেক্টর ও মহাকর্ষীয় তরঙ্গ গবেষণায় ‘অনন্য অবদান’ রাখায় তাদেরকে এ বছর পুরস্কার দেওয়া হচ্ছে। নোবেল পুরস্কারের অফিসিয়াল টুইটার পেজ ‘দ্য নোবেল প্রাইজ’ এ বলা হয়, পুরস্কারের অর্থ সমান দুই ভাগে ভাগ করা হবে। অর্ধেক অর্থ পাবেন রাইনার উইস। আর বাকি অর্ধেক অর্থ অন্য দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
জার্মানিতে জন্মগ্রহণকারী রাইনার উইস এমআইটিতে পদার্থবিজ্ঞান পড়ান। বর্তমানে তার বয়স ৮৫ বছর। ব্যারি সি বারিশ যুক্তরাষ্ট্রের ওমাহাতে জন্মগ্রহণ করেন। ৮১ বছর বয়সী এই পদার্থবিজ্ঞানের অধ্যাপক ক্যালটেক বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। ক্যালটেক বিশ্ববিদ্যালয়ের অপর বিজ্ঞানী কিপ থর্নও যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন। থিওরেটিক্যাল ফিজিকসের এই অধ্যাপকের বর্তমান বয়স ৭৭ বছর।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

