২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১১

স্মিথকে ফিরালেন তাইজুল

স্পোর্টস ডেস্ক:

স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার জুটি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল। এই দুজন দ্বিতীয় উইকেটে ৯৩ রান তুলে ফেলেছিলেন। স্টিভ স্মিথ ফিফটি হাঁকিয়েছিলেন। ভয়ঙ্কর হয়ে উঠা স্মিথকে অবশেষ তাইজুল ইসলাম বোলিংয়ে এসেই ফিরিয়ে দিলেন। বাংলাদেশ দিনের দ্বিতীয় সাফল্য পেল। অস্ট্রেলিয়া হারালো ৫ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেট ৯৮ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। মনে হচ্ছিলো দ্বিতীয় সেশন বুঝি স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নার জুটি পুরোটাই খেলে দেবেন। তাইজুল ইসলাম তা হতে দিলেন না। ফিফটি করা স্মিথের ষ্টাম্প উপড়ে ফেললেন। ড্রিংকস ব্রেকের পর তাইজুলকে আক্রমণে এনেই মুশফিক সাফল্য পেলেন। কৃতিত্বটা কার বেশি, এটা নিয়ে কথা উঠতে পারে। তবে রেকর্ড বইয়ে নাম দুজনেরই লেখা হবে। মোস্তাফিজের ব্যক্তিগত হিসাবে যোগ হবে আরও একটি উইকেট, রেকর্ডে একটি ক্যাচ মুশফিকেরও ডিসমিসাল। কিন্তু মোস্তাফিজের বলে মুশফিক যেভাবে ডান দিকে ঝাঁপিয়ে ম্যাট রেনশর ক্যাচটি নিলেন, তাতে কৃতিত্বে বাংলাদেশ অধিনায়ককে একটু এগিয়ে রাখতে হচ্ছেই।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের  প্রথম ইনিংসে করা ৩০৫ রানের জবাবে অস্ট্রেলিয়া দলীয় ৫ রানে ম্যাট রেনশকে হারিয়ে বিপাকে পড়লেও স্মিথ-ওয়ার্নারের ব্যাটে বেশ ভালো ভাবেই ঘুরে দাঁড়ায়। স্মিথ আউট হওয়ার আগে ৯৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। তিনি নিজের ইনিংসটি সাজান ৮টি চারে। টেস্ট ক্যারিয়ারের স্মিথের এটি ২১তম ফিফটি। স্মিথ ফেরার পর ডেভিড ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধেছেন । ওয়ার্নার ৩৯ রান নিয়ে খেলছেন। বাংলাদেশের বোলিংয়ে প্রথম সাফল্যটি আসে মোস্তাফিজুর রহমানের বলে। উইকেটের পিছনে মুশফিকের হাতে ম্যাট রেনশকে দুর্দান্ত ক্যাচে পরিণত করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ২:৫৯ অপরাহ্ণ