লাইফস্টাইল ডেস্ক,
ঢাকা : চুলকে পরিষ্কার, নরম ও উজ্জল করতে আমরা শ্যাম্পু ব্যবহার করি। এ জন্য আমরা যে শ্যাম্পু ব্যবহার করি তা সবই দোকান থেকে কেনা। বিভিন্ন ব্র্যান্ডের এই শ্যাম্পুর ব্যবহারের ফলে দেখা দিতে পারে চুল পড়া বৃদ্ধি, খুশকি, চুল রুক্ষ হয়ে যাওয়া সহ নানা অসুবিধা। কারণ এই শ্যাম্পুতে রয়েছে রাসায়নিক উপাদান। তবে এ থেকে আমাদের পরিত্রাণ দিতে পারে হারবাল শ্যাম্পু। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন হারবাল শ্যাম্পু।
যা যা লাগবে:
রিঠা, শিকাকাই, আমলকি
যেভাবে তৈরি করবেন:
১। ৫০০ মিলিলিটার পানিতে ৬-৭টি শিকাকাই, ৫-৬টি রিঠা এবং কয়েকটি আমলকি সারারাত ভিজিয়ে রাখুন।
২। পরের দিন সকালে এই মিশ্রণটি চুলায় দিন। বলক আসলে চুলা নিভিয়ে দিন।
৩। এটি ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
৪। এটি করার সময় খেয়াল করবেন উপাদানগুলো থেকে প্রচুর ফেনা তৈরি হয়েছে।
৫। এবার এই মিশ্রণটি শ্যাম্পুর মত ব্যবহার করুন।
৬। এত ঝামেলায় যেতে না চাইলে আমলকি, রিঠা এবং শিকাকাই সারা রাত ভিজিয়ে রাখুন, পরের দিন এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটিও শ্যাম্পুর মত কাজ করবে।
৭। রিঠা সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেটির পেস্ট তৈরি করে নিন। এর সাথে শিকাকাই গুঁড়ো ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি চুলে ব্যবহার করুন, আপনি চাইলে এর সাথে শ্যাম্পু মিশিয়ে নিতে পারেন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

