নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে সবুজ হোসেন (১৭) নামে এক নৃত্য শিল্পীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে পৌর এলাকার খালধারপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। সবুজ হোসেন পৌর এলাকার হাবিবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানায়, নৃত্য শিল্পী সবুজ হোসেন শনিবার রাতে শৈলকুপা পৌর এলাকার খালধারপাড়ায় এক জন্মদিনের অনুষ্ঠানে নৃত্য করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

