বিনোদন ডেস্ক
কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার বিগত পাঁচ দিন ধরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, চিকিৎসকরা সাংবাদিকদের বলেছেন, ‘দিলীপ কুমারের জ্ঞান রয়েছে। তিনি খাবার খেয়েছেন। নিঃশ্বাসের সমস্যা বা জ্বর নেই। মূত্রাশয়ের সমস্যা কমেছে। এগুলো উন্নতির লক্ষণ। তবে ক্রিয়েটিনিন লেভেল কম।’ বেশ কয়েক বছর ধরেই এই অভিনেতা বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তিনি গত বছরের ডিসেম্বরে জ্বর ও পা ফোলার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, দিলীপ কুমারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকদের একটি দল গঠন করেছে। তার বেশ কয়েকটি মেডিকেল টেস্ট করানো হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই তার চিকিৎসা চলছে। তার স্ত্রী অভিনেত্রী সায়রা বানু হাসপাতালে সব সময় অভিনেতার পাশে রয়েছেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

