২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:৫৭

ছাত্রলীগ নেতার স্মরণসভায় যুবলীগের গুলি, গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক:

সিলেটে ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিমের স্মরণ সভায় গুলি চালিয়েছে স্থানীয় যুবলীগ নেতারা। শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দক্ষিণ সুরামার কুশিঘাটের একটি মাঠে সভায় যুবলীগ নেতারা এ গুলি চালায়। এ সময়র তাদের ছোড়া গুলিতে তিন ছত্রলীগ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। এরা হলেন, ছাত্রলীগ নেতা জাকির আহমদ খোকা, জামিল আহমদ ও সুহেল আহমদ। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা গণমাধ্যমকে জানান, স্থানীয় যুবলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :জুলাই ২৯, ২০১৭ ২:৪১ অপরাহ্ণ