নিজস্ব প্রতিবেদক:
৩ বছরে সুপ্রিম কোর্টের উন্নয়নে কোনো বরাদ্দ দেয়নি সরকার। সুপ্রিমকোর্টের বরাদ্দ উন্নয়ন বরাদ্দ কমিয়ে এটাকে শূন্যের কোঠায় আনা হয়েছে। এসব কথা বলেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার (২৯ জুলাই) সকালে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে সন্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক ভাবলেও বিচার বিভাগের স্বার্থেই বক্তব্য অব্যাহত থাকবে। বিচার বিভাগের স্বার্থেই প্রধান বিচারপতি বক্তব্য দিয়ে থাকেন। ২০ তলা ভবন নির্মাণের প্রস্তাবটি একনেকেই ঘোরাঘুরি করছে। বর্তমানে সুপ্রিমকোর্টের মূল ভবন আমার মনে হয় ৫/৬ বছরের বেশি টিকবে না। অনুষ্ঠানে সদ্য অবসারে যাওয়া নারী বিচারপতি নাজমুন আরা সুলতানাকে আজীবন সন্মাননা দেয়া হয়। বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের সভাপতি তানজীনা ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

