১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৫

ভারতীয় জওয়ান গুলি করে মারলো তার কমান্ডার মেজরকে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতীয় এক জওয়ান গুলি করে মেরে ফেলেছে তার কমান্ডিং অফিসার (মেজর) কে। ভারতে কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোন পাওয়ার পর সেটি বাজেয়াপ্ত করায় মেজরকে সে গুলি করে।
দেশটির জম্মুকাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ৮ নং রাষ্ট্রীয় রাইফেলস এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেনাবাহিনীর ৭১তম রেজিমেন্টের মেজর শিখর থাপারের।
দেশটির পুলিশ জানিয়েছে, সোমবার রাতে কর্তব্যরত জওয়ানদের রুটিন তল্লাশি চালাচ্ছিলেন মেজর শিখর থাপা। সেই সময় এক জওয়ানের কাছে একটি মোবাইল ফোন পান তিনি। এরপর এটা নিয়ে তাকে বকাঝকা করেন মেজর থাপা। ভবিষ্যতে এই ধরণের আচরণ বরদাস্ত করা হবে না বলে সতর্ক করে ফোনটি বাজেয়াপ্ত করেন তিনি। কিন্তু অসাবধানতাবশত মোবাইল ফোনটি ভেঙে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওই জওয়ান মেজাজ হারিয়ে ফেলে নিজের একে ৪৭ রাইফেল থেকে মেজর থাপাকে পিছন থেকে দু’বার গুলি করে। এতে মেজর থাপা মারা যান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ৩:৪৫ অপরাহ্ণ