আন্তর্জাতিক ডেস্ক:
লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে ভূমি মাইন বিস্ফোরণে সেনাবাহিনীর অন্তত ৪৩ জন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। লিবিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র আল আওয়ামি সোমবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন। লিবিয়ার বার্তা সংস্থা লানা-কে তিনি জানান ,সেনা নিহতের পাশাপাশি গত ১০ দিনে বেনগাজিতে মাইন বিস্ফোরণে ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সন্ত্রাসীদের পেতে রাখা মাইন বিস্ফোরণে সামরিক ও বেসামরিক লোকজন মারা যাচ্ছে। তিনি জানান, বেনগাজির দারনাহ সড়কে মাইন বিস্ফোরণে নিহতদের বেশিরভাগই ব্যবসায়ী ও দোকান মালিক। আল হুত মার্কেট এলাকার বেসামরিক লোকজনকে নিজেদের বাড়িতে ফেরার বিষয়ে সতর্ক করে মুখপাত্র আল আওয়ামি বলেন, যতক্ষণ পর্যন্ত ওই এলাকাকে মাইনমুক্ত ঘোষণা না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কারোরই বাড়িতে ফেরা উচিত হবে না।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

