নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এখনো জেলার ৭টি উপজেলার ৪৫টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। পানি ঢুকে পড়ায় জেলার ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার কমে আজ শনিবার সকাল থেকে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এদিকে বন্য দুর্গত এলাকার বেশিরভাগ মানুষের ঘরে খাবার নেই বললেই চলে। বিশুদ্ধ পানির অভাবে দুর্গত এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ১৮০ মে.টন চাল, ৩ হাজার ২০০ প্যাকেট শুকনো খাবার ও তিন লাখ দশ হাজার টাকা বিতরণ করা হয়েছে। তবে দুর্গত এলাকার বেশিরভাগ মানুষের কাছে এখনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি বলে ভুক্তভোগিদের দাবি।
দৈনিকদেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

