১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:২১

সাভারে অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

সাভারে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার একটি বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে পূর্বহাটি এলাকার একটি বাড়ির রুমে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা গত কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৫, ২০১৭ ১০:১৪ পূর্বাহ্ণ