এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি যে শিক্ষা দেশ ও জাতির সেবায় উৎস্বর্গিত হয় না সে শিক্ষা মুল্যহীন উল্লেখ করে বলেন, কৃতী ছাত্র ছাত্রীদের শিক্ষা লাভের পর উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করতে হবে। যারা আজ কৃতিত্বের সাথে শিক্ষা লাভ করে উচ্চ শিক্ষায় পথ খুজছে তাদের প্রতি হুইপ আহবান জানিয়ে বলেন, এ শিক্ষাকে মানব সেবায় ও দেশ-জাতির কল্যানে কাজে লাগাতে হবে। তবেই এ শিক্ষা মুল্যবান হয়ে উঠবে। হুইপ ইকবালুর রহিম এমপি দুঃখ প্রকাশ করে বলেন, সম্প্রতি হলিল্যান্ড রেস্তোরাসহ বিভিন্ন স্থানে জঙ্গী হামলায় নিহত ও আটককৃতদের খোঁজ খবর নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জেনেছে এরা সবাই উচ্চ ও কৃতীমান শিক্ষার্থী। সরকারী ও পিতার কষ্টার্জিত অর্থে কৃতী শিক্ষার্থী হয়ে এরা দেশের জন্য ভয়ানক ক্ষতিকর শিক্ষার্থী হিসেবে সৃষ্টি হয়েছিল। এ ধরনের কৃতী শিক্ষার্থী জনগন চায়না। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে জঙ্গী সন্ত্রাস, মাদককে প্রতিহত করতে হবে। তবেই এ শিক্ষার আলো ঘরে ঘরে জ্বলবে। জাতি হবে উপকৃত।
৮ জুলাই শনিবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সরকারী কলেজের নবীন বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন, শিক্ষক পরিষদ কলেজের সম্পাদক এ কে এম আল আব্দুল্লাহ, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহবায়ক প্রফেসর মোঃ ইছাহাক আলী। এর আগে হুইপ ইকবালুর রহিম এমপি ৩৮ লাখ টাকা ব্যায়ে দিনাজপুর সরকারী কলেজের প্রধান ফটকের উদ্বোধন করেন।
দৈনিক দেশজনতা/এমএম