১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:৩৫

দীর্ঘ ৪৪দিন ছুটি শেষে আজ খুলেছে জাবি

নিজস্ব প্রতিবেদক: 

দীর্ঘ ৪৪দিন ছুটি শেষে আজ রোববার খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়। গ্রীষ্মকালীন অবকাশ, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন, গত ২৮ মে থেকে শুরু করে ৬ জুলাই পর্যন্ত ৪০দিন এবং শুরু ও শেষে দুইদিন করে সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৪৪দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। ছুটি শেষে আজ রোববার থেকে সব রকমের ক্লাস এবং পরীক্ষা যথারীতি শুরু হয়েছে। আজ থেকে পুরো ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়েছে।

ছুটি ঘোষণার পর ১১দিন বন্ধ থাকলেও গত ৮ জুন আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। এর আগে ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত ছুটির পর ৪ জুলাই থেকে প্রশাসনিক কর্যক্রম শুরু হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ৩:১৫ অপরাহ্ণ