আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আজ শনিবার দেশটির গণমাধ্যম একথা জানিয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলের মানুষদের উদ্ধারে উদ্ধারকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর এএফপি’র।
টানা প্রবল বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে দুই কূল উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে এবং জাপানের দক্ষিণ প্রান্তের চারটি প্রধান দ্বীপের অন্যতম কিউশু কাদাপানিতে সয়লাব হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে পথঘাট ভেসে গেছে এবং বাড়িঘর ও স্কুল ধ্বংস হয়েছে।
জিজি প্রেস জানিয়েছে, নিখোঁজ লোকদের সন্ধান করতে ও আটকা পড়া মানুষকে উদ্ধারে কয়েক হাজার উদ্ধারকর্মীকে ভারী কাদা ও বৃষ্টির সঙ্গে লড়তে হচ্ছে। এখনো ৬শ’র বেশি লোক যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জিজি প্রেস ও সরকারি সংবাদ সম্প্রচারকারী সংস্থা এনএইচকে জানিয়েছে, আরও কয়েকটি লাশ উদ্ধার করায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৫ জনে দাঁড়িয়েছে।
এর আগে শুক্রবার কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে বন্যায় সাত জন মারা গেছে ও ২২ জন নিখোঁজ রয়েছে বলে জানায়।
দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

