আন্তর্জাতিক ডেস্ক:
কেনিয়ার উপকূলীয় লামু কাউন্টিতে নয়জনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, এ হামলার পেছনে শাবাব জঙ্গিদের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমালি সীমান্তের কাছে জিমা ও পান্দাগৌ গ্রামে এ হামলা চালানো হয়। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে হামলার প্রবণতা অনেক বেড়ে গেছে। এক্ষেত্রে বেশীর ভাগ হামলা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে চালানো হয়। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, জঙ্গিরা জিমা ও পান্দাগৌ গ্রামে হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করে। তাদের ছুরি দিয়ে মুরগীর মত জবাই করা হয়।
আঞ্চলিক পুলিশ কর্মকর্তা জানান, সেখানে হামলায় নয়জন নিহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে গুলি এবং কয়েকজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এদের সকলেই বেসামরিক নাগরিক। বিস্তারিত উল্লেখ না করে ওই কর্মকর্তা আরো জানান, নাইরোবিতে পুলিশ সদরদপ্তরের এক সিনিয়র কর্মকর্তা এ হামলার খবর নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এ সপ্তাহের গোড়ার দিকে লামুতে এক পুলিশ ফাঁড়িতে হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়।
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

