স্পোর্টস ডেস্ক:
একটি বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আর মাত্র ১ উইকেট পেলে টি-টুয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ স্পর্শ করবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার ডোয়াইন ব্রাভোরই কেবল আছে টি-টুয়েন্টিতে এই বিরল ‘ডাবল’। সাকিব ৪ হাজার রান পূর্ণ করেছেন এরই মধ্যে। বাকি শুধু এক উইকেট। গেইল তাণ্ডবের মুখে গতম্যাচ ছিলেন উইকেটশূন্য। রোববার ঘরের মাঠে বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সাকিবের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিনই পঞ্চম বোলার হিসেবে টি-টুয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে ‘ডাবল’ এর রেকর্ড গড়ে অপেক্ষার অবসান ঘটাতে চাইবেন বিশ্বসেরা এ অল রাউন্ডার।
প্রথম তিন ম্যাচে জিতে এবারের আসর দুর্দান্তভাবেই শুরু করেছে হায়দ্রাবাদ। তবে সর্বশেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরে যায় দলটি। এদিন ক্রিস গেইলের তাণ্ডবের মুখে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে হায়দ্রাবাদের বোলিং আক্রমণ। তবে শেষ ম্যাচে দল হারলেও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন সাকিব। ১২ বলে ২৪ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। তবে এ হারে মোটেও হতাশ নন ৩১ বছর বয়সী এ অল রাউন্ডার, ‘আমরা যদি ব্যাটিংটা ভালো করি ও বোলিং আক্রমণটাও সমান তালে চালিয়ে যাই, তবে আমাদের হারানো কঠিন হবে।’
কেন উইলিয়মাসনের নেতৃত্ব দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছে হায়দ্রাবাদ। তাদের স্পিন আক্রমণের মধ্যমণি সাকিব। ব্যাটিংয়ে মিডল অর্ডারেরও অন্যতম ভরসা তিনি। সেই প্রতিদানও ভালোভাবেই দিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক। বল হাতেই এবার দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। চার ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।
দৈনিক দেশজনতা/এন এইচ