২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৭

দুপুরে রাজশাহীর মুখোমুখি হবে খুলনা

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতিদিনের মতো মঙ্গলবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। দুপুরে দিনের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ড্যারেন স্যামি-মুশফিকুর রহীমদের রাজশাহী কিংস ও মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বেলা ১টায়।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস খেলবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। এদিনই শেষ হচ্ছে বিপিএলের ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা। দুই দিন বিরতি দিয়ে শুক্রবার থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। ২ ডিসেম্বর থেকে ফের ঢাকায় ফিরবে বিপিএল।

গতবারের রানার্সআপ রাজশাহী কিংস ৬ ম্যাচে মাত্র ২টি তে জিতেছে তারা, হার ৪টিতেই। ৪ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে শেষ দিক থেকে দ্বিতীয় দলটি। অন্যদিকে খুলনা টাইটান্সের পারফম্যান্স অতোটা খারাপ কিছু নয়। ৬ ম্যাচে ৩টিতে জয় তাদের ২টি হার। ১ টি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে তারা।

খুলনা তাদের সর্বশেষ ম্যাচেও জিতেছে। চিটাগং ভাইকিংসকে তারা হারিয়েছে ৫ উইকেটে। অন্যদিকে পরাজয়ের স্মৃতি নিয়ে মাঠে নমতে হচ্ছে রাজশাহীকে। নিজেদের শেষ ম্যাচে তারা ঢাকার কাছে হেরেছে ৬৮ রানে। এম্যাচটি তাই রাজশাহীর জন্য জয়ে ফেরার। আর খুলনার জন্য জয়ের ধারা ধরে রাখার।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ১১:২২ পূর্বাহ্ণ