২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৬

শিক্ষকদের পিটিয়ে মুক্ত করা হলো অবরুদ্ধ ভিসিকে

দিনাজপুর প্রতিবেদক:

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র উপদেষ্টা বিষয়ক শিক্ষক প্রফেসর ড. হারুন উর-রশিদকে অব্যাহতি দেয়ায় ভিসিকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে অন্যান্য শিক্ষকরা। পরে ভিসি সমর্থিত শিক্ষক-শিক্ষার্থীরা ভিসিকে অবরুদ্ধকারীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৯ শিক্ষক আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত হাবিপ্রবি’র ভিসি প্রফেসর ড. আবুল কাসেমকে তার রুমে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তার সমর্থিতরা অবরোধকারীদের ওপর হামলা চালিয়ে ভিসিকে মুক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিপ্রবি ছাত্র উপদেষ্টা বিষয়ক শিক্ষক প্রফেসর ড. হারুন উর-রশিদকে ভিসি প্রফেসর ড. আবুল কাসেম অব্যাহতি দিয়েছেন। এ ঘটনায় প্রগতিশীল শিক্ষক ফোরামের সদস্যরা ভিসিকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখলে চার ঘণ্টা পর স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীদের হস্তক্ষেপে তিনি মুক্ত হন।

এ ঘটনায় ক্যাম্পাস উত্তপ্ত হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ১০:৪৫ পূর্বাহ্ণ