২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:২৪

সরকারি চাকরিতে শূন্য পদ সাড়ে ৩ লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক:
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরে ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি পদ শূন্য রয়েছে। শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩৫ বছর করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।
গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একাধিক সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নের উত্তর দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সরকার দলীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর প্রশ্নোত্তরে সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরে প্রথম শ্রেণির (গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব) ৪৮ হাজার ২৪৬টি, দ্বিতীয় শ্রেণির অর্থাত্ ১০ম থেকে ১২তম গ্রেডে ৫৪ হাজার ২৯৪টি, তৃতীয় শ্রেণির (১৩-১৭তম গ্রেডের) ১ লাখ ৮২ হাজার ৭৩৭টি পদ এবং চতুর্থ শ্রেণির (১৮-২০তম  গ্রেডে) ৭৩ হাজার ৯৮৪টি পদ শূন্য রয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ১০:৫৪ পূর্বাহ্ণ