২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০০

কবি আজিজুর রহমানের ৩৯তম প্রয়াণ দিবস স্মরণে আলোচনা সভা

শিল্পসাহিত্য ডেস্ক:

দেশের আধুনিক বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম দিকপাল একুশে পদক প্রাপ্ত কুষ্টিয়ার গর্ব কবি ও গীতিকার আজিজুর রহমান (জন্ম: অক্টোবর-১৮, ১৯১৪, মৃত্যু: সেপ্টেম্বর-১২, ১৯৭৮) এর ৩৯তম প্রয়াণ দিবস স্মরণে আলোচনা সভা, কবিতা আবৃতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল চত্বরে স্মরণ সভা উদযাপন কমিটির আহ্বায়ক শাহফুজুর রহমান শাকিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: শেখ রেজাউল করিম। এছাড়াও বক্তব্য রাখেন- দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম আজম, সাবেক ইউপি চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ, বজলার রহমান, মানবাধিকার নাট্য পরিষদের কুষ্টিয়া জেলা সভাপতি এম এ কাইয়ুম, সাংবাদিক হাসান আলী, ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কবি আজিজুর রহমান প্রায় ৩ হাজারের অধিক গান লিখেছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘ভবের নাট্যশালায় মানুষ চেনা দায় রে’, ‘কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে’, ‘আকাশের ঐ মিটি মিটি তারার সাথে কইবো কথা, নাই বা তুমি এলে’, তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায়, ‘পৃথিবীর এই পান্থশালায়, হায় পথ ভোলা কবি’, ‘আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি’, ‘বুঝি না মন যে দোলে বাঁশিরও সুরে’, ‘দেখ ভেবে তুই মন, আপন চেয়ে পর ভালো’, ‘পলাশ ঢাকা কোকিল ডাকা আমারই দেশ ভাই রে’ এজাতীয় শত শত আধুনিক, দেশাত্ববোধক, মরমী ও ভক্তিমূলক বাংলা গান ও কবিতা লিখে বাংলা সাহিত্য-সংস্কৃতি সমৃদ্ধিতে অবিস্মরণীয় অবদান রেখেছেন। অথচ এই জনপ্রিয় গান-কবিতাগুলোও আজ সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে। তাই কবি রচিত সকল অপ্রকাশিত পান্ডুলিপিসহ গানগুলো সংরক্ষণের উদ্যোগ, স্মৃতিসংরক্ষনে কবির সমাধিস্থলটি সংস্কার, প্রাতিষ্ঠানিক অবকাঠামো নির্মাণ করে কবির লেখনী অনুশীলনের মাধ্যমে বর্তমান প্রজন্মের মাঝে এই গুনীজনের গুরুত্ব প্রতিষ্ঠায় প্রতিবছর সরকারিভাবে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কবি আজিজুর রহমানের জন্ম ও মৃত্যু দিবস পালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরী হয়ে পড়েছে।

আলোচনা অনুষ্ঠানের প্রারম্ভে কবির সমাধিস্থলে শ্রদ্ধা ও মাগফিরাত কামনায় কোরআান তেলওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। এরপর কবির প্রতি শ্রদ্ধা ও স্মরণে আলোচনার মাঝে স্কুল শিক্ষার্থীরা কবি রচিত কবিতা আবৃতি করেন। আবৃতি করেন নূর নায়লা হাসান আবৃত্তি, সুমী খাতুন, উপমা আক্তার ও ফাতেমা খাতুন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কৌশিক আহমেদ শাওন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১১:৪৫ পূর্বাহ্ণ