২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

পীরগাছা উপজেলার শিবদেব চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকাবাসিরা নিজ নিজ উদ্দ্যোগে রক্ষা করার উদ্যাগ

মো: গোলাম আযম সরকার ,রংপুর:
পীরগাছা উপজেলার শিবদেব চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে নিয়ে একটি প্রতিবেদ প্রকাশিত হয়, প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা শিক্ষা অফিসার মো: রফিক- উজ-জামান, উপজেলা প্রকৌশলী মো: নুরুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: ইয়াকুবুল আজাদ , ইউ,পি চেয়ারম্যান আব্দুল হাকিম প্রমুখ। এসময় তারা বিদ্যালয় টির অবস্থা দেখে আবেগে আবেগপ্লুট হোন।
এদিকে ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে স্থানীয় মশিয়ার রহমান ,জাহিদুল ইসলাম , সুবার আলী বিদ্যালয়ের ঘরটি বাচাঁতে নানা ধরনের পদক্ষেপ গ্রহন করছেন । তারা বিদ্যালয় টিকে বাচাঁতে বিনা পারিশ্রমিকে নিজেদের অথ্র্ ব্যয় করে কাজ করছেন । এলাকাবাসী উপজেলা পরিষদ এবং প্রসাশনের কাছে ৫/৬ হাজার খালী বস্তার দাবী করলে , তাদের দাবীর প্রেক্ষিতে জরুরী ভিত্তিক ৫ হাজার খালী বস্তাা প্রদান করেন ।
এব্যাপারে পীরগাছা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আফছার আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোধ: আমিনুল ইসলাম বলেন, এলাকাবাসির সেচছাশ্রমে এই বস্থাগুলো দিয়ে বাধঁ নির্মাণ করার চেষ্টা করছেন, আমরা জরুরী ভিত্তিতে ৫ হাজার খালি বস্তা সরবরাহ করেছি। আমরা সবাই মিলে বিদ্যালয়টি রক্ষা করার চেষ্টা করছি ।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী মো: নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়টির ভবন ইউ,এস,এইচ প্রকল্পোর মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। গতবছর নদী থেকে প্রায় ৫৫০ফিট দূরে থাকলেও বর্তমানে ১৫-২০ ফিটের মধ্যে এসেগেছে। আমরা বিদ্যালয়টি নিলামের মাধ্যমে ভাঙ্গার সিদ্ধান্ত নিলে এলাকাবাসীর দাবী তারা নিজ উদ্দ্যোগে বিদ্যালয়টি রক্ষা করবেন। এরই প্রেক্ষিতে তারা আমাদের কাছে ৫-৬ হাজার খালি বস্তা দাবি করলে আমি এবং উপজেলা শিক্ষা অফিসার মো: রফিক- উজ-জামান সহ আমরা সকলে উপজেলা পরিষদ এবং প্রসাসনের কাছে বলে , তা দেওয়ার ব্যবস্থা করেছি। বর্তমানে তারা নিজ নিজ উদ্দ্যেগে নর্দী ভাঙ্গন ঠেকানোর জন্য বাঁধ নির্মান করছেন।
এলাকাবাসিরা এ ধরনের সংবাদ প্রকাশ করার কারনে , সম্পদকে ধন্যবাদ জানান।
এদিকে ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম বলেন ,মশিয়ার রহমান ,জাহিদুল ইসলাম , সুবার আলী সহ এলাকার সবাই মিলে বিদ্যালয়টি রক্ষা করছি। এসম তিনি বলেন,যদি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং মহান আল্লাহ যদি রহমত করেন তাহলে কোমলমতি শিশুদের একটি বিদ্যাপীঠ নদীর গর্ভে চলে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে।
সম্প্রতি বন্যার সময় ভারত গজলডোবার সব কটি গেট খুলে দেয়ায় তিস্তার তীব্র স্রোত আছড়ে পড়েছে পড়েন রংপুরের পীরগাছা উপজেলার শিবদেব চর সরকারি প্রাথমিক বিদ্দালয়ে। বর্তমানে তিস্তা থেকে বিদ্যালয়ের দূরত্ব মাত্র ১৫-২০ ফিটের মধ্যে এসে গেছে।
শিবদেব চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব আলী বলেন, বর্তমানে এই বিদ্যালয়ে ২২০ জন শিক্ষার্থী শিক্ষা গ্রগন করছেন। গত বছরে এই বিদ্যালয়টিপরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমানে নর্দীএকেবারেই নিকটে চলে এসেছে যা ১৫-২০ ফিটের মধ্যে। আমি এব্যাপরে সকলকে বিষয়টি অবগত করার পরেও কোন প্রকার সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
২০১৩ সালে কয়েক কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হয় এই দ্বিতলা ভবনটি এবং ২০১৪ সালে এই ভবনে আমরা পাঠদান শুরু করি।
বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েল, লাবনী সহ অনেকে বলেন আমরা ভয়ে ভয়ে বিদ্যালয়ে এসে শিক্ষা গ্রহণ করছে। বিদ্যালয়ের সহ সভাপতি মো: তোজ্জামেল হোসেন বলেন, বিদ্যালয় টি রক্ষা করা সবারে দরকার

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ৯:৩৮ অপরাহ্ণ