২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

বিএনপি নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হিরোকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। তার স্ত্রী জেন্নিয়া সুলতানা অন্তরা অভিযোগ করেন রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের হাড়িখালীর নিজ বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়। তবে  পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

জেন্নিয়া সুলতানা বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাড়িখালীর বাসায় সাদা পোশাকে চার ব্যক্তি আসেন। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার স্বামীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে আমি ডিবি পুলিশের কার্যালয়ে গেলে আমার স্বামীকে দেখতে পাই। পুলিশকে অনুরোধ করার পরও তাকে ফেরত দেয়নি।’ তার স্ত্রী দাবি করেন হিরোর বিরুদ্ধে কোনো মামলা নেই। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিএনপি নেতা হিরোকে আটকের কথা অস্বীকার করেছেন। বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) পংকজ চন্দ্র রায় বলেন, ‘হিরো নামে কোনো বিএনপি নেতাকে আটকের কথা আমার জানা নেই।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ১০:৩০ পূর্বাহ্ণ