জাপানের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। রোববার সরকারি কর্মকর্তারা জানান উদ্ধারকারীদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে দু’কুলের রাস্তাঘাট ও ঘরবাড়ি ভেসে গেছে এবং জাপানের দক্ষিণ প্রান্তের চারটি প্রধান দ্বীপের অন্যতম কিউশু কাদাপানিতে সয়লাব হয়ে গেছে। হাজার হাজার লোককে স্কুল মাঠ ও সরকারি ভবনে সরিয়ে নেয়া হয়েছে এছাড়া অনেকে অসহায় অবস্থায় রয়েছে তাদের উদ্ধারে জরুরী সেবায় নিয়োজিত কর্মীরা ভারী কাদার ও বৃষ্টির সঙ্গে লড়ছেন। এখনো পাঁচশ’র বেশি লোক যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
সরকারী কর্মকর্তারা বলেন এখন পর্যন্ত ১৮ জন নিহত এবং ২৭ জন নিখোঁজ রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা রোববার কিউশু’র উত্তরাঞ্চলে চলমান ভারী বর্ষণের জন্য সতর্কতা জারি করেছে। এএফপি।
দৈনিক দেশজনতা/এন আর