৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:২০

বঙ্গোপসাগরের কাছে যৌথ মহড়ায় ভারত-মিয়ানমার

চট্টগ্রাম প্রতিনিধি:

বঙ্গোপসাগরের অদূরে সাগরে শক্তিবৃদ্ধির জন্য দুই প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে। গত ২৫ মার্চ থেকে দুই ভাগে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় পোতাশ্রয়ে গত ২৫ মার্চ থেকে মহড়া শুরু হয়েছে, চলবে ৩০ মার্চ পর্যন্ত। এরপর ৩১ মার্চ থেকে দ্বিতীয় ধাপে সাগরে মহড়া চালাবে দুই দেশের নৌবাহিনী। যা শেষ হবে ৩ এপ্রিল।

সাগরে মহড়ার অংশ হিসেবে গত ২৫ মার্চ মিয়ানমারের দুই যুদ্ধজাহাজ ও ফ্রিগেটসহ দেশটির নৌবাহিনীর সদস্যরা ভারতের পূর্ব উপকূলীয় বিশাখাপত্তমে এসে পৌঁছায়। পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক জোরদার ছাড়াও সাগরে দুই দেশের শক্তি বৃদ্ধির অংশ হিসেবে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়। মিয়ানমারের ফ্রিগেট আর যুদ্ধজাহাজের বিপরীতে ভারতীয় নৌবাহিনীর থাকবে অ্যান্টি সাবমেরিন ফ্রিগেট, এন্টি-সাবমেরিন কর্ভেট, হেলিকপ্টার, জাহাজ থেকে উড্ডয়নযোগ্য যুদ্ধবিমান এবং সাবমেরিন। প্রত্যক্ষ যৌথ মহড়ার পাশাপাশি বন্দর নিরাপত্তার সাম্প্রতিক পরিস্থিত পর্যালোচনা ও পরবর্তী কৌশল নির্ধারণ করবে দু’দেশের নৌবাহিনীর অংশগ্রহণকারী সদস্যরা।

এদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গেও যৌথ অভিযানের আয়োজন করে ভারতীয় সেনাবাহিনী। গত ২৬ মার্চ রংপুর সেনানিবাসে বাংলাদেশ-ভারত যৌথ সাইক্লিং অভিযানের সমাপনী অনুষ্ঠান হয়। গত ১২ মার্চ দু’দেশের সেনাবাহিনীর সদস্যরা যশোর সেনানিবাস থেকে এই অভিযান শুরু করে। সাইক্লিস্ট সেনারা কলকাতা-বর্ধমান-পলাশী-রামকান্তপুর-মালদা-রায়গঞ্জ-কিসানগঞ্জ-শিলিগুড়ি- জলপাইগুড়ি-বিন্নাগুড়ি-কুচবিহার-বুড়িমারী ইত্যাদি স্থান ঘুরে গত ২৬শে মার্চ সকালে রংপুর সেনানিবাসে এসে অভিযান শেষ করে। এতে বাংলাদেশ ও ভারতের মোট ৩০ জন সাইক্লিস্ট সেনা সদস্য অংশ নেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ২:১২ অপরাহ্ণ