স্পোর্টস ডেস্ক:
নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সহজেই হেরে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টে ভালোভাবে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় চাই-ই চাই। তবে স্বাগতিকদের বিপক্ষে কাজটা বেশ কঠিনই। কারণ ভারতকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে তারা। তবে হাল ছাড়তে রাজি নয় টাইগাররা। নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে আনতে চায় তারা। সে লক্ষ্যে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে অবশ্য আগের ম্যাচের একাদশেই আস্থা রেখেছে বাংলাদেশ। পরিবর্তন নেই শ্রীলঙ্কা দলেও। উইনিং কম্বিনেশন ধরে রেখেছে দলটি।
একাদশ :
বাংলাদেশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা : উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), কুশল পেরেরা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জিবন মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, দুশমন্ত চামিরা, নুয়ান প্রদিপ।
দৈনিক দেশজনতা/এন এইচ