আন্তর্জাতিক ডেস্ক:
ইরান আত্মরক্ষার স্বার্থে ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে বলেছে, আন্তর্জাতিক আইনে স্বীকৃত এ কাজে কারো অনুমতি নেবে না তেহরান। দেশটির সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি শনিবার ইসলামি বিপ্লবের ৩৯তম বিজয়বার্ষিকী উপলক্ষে তেহরানে আগত বিদেশি অতিথিদের সাথে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, “নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করতে ইরান কারো অনুমতি নেবে না এবং যেখানে প্রয়োজন মনে করবে সেখানে সম্ভাব্য যেকোনো উপায় ও পরিমাণে ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে।
বেলায়েতি বলেন, নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কারো সাথে আলোচনায় বসবে না তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের পরমাণু সমঝোতার সাথে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গুলিয়ে ফেলার চেষ্টা করছেন তখন বেলায়েতি এ মন্তব্য করলেন। ট্রাম্প দাবি করছেন, ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করে ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে। কিন্তু তেহরান জোর দিয়ে বলেছে, পরমাণু সমঝোতার সাথে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনো সম্পর্ক নেই।
দৈনিকদেশজনতা/ আই সি