৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:৪৯

গাজীপুরে বিএনপির সমাবেশ থেকে ১৫ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে বিএনপির কর্মী সমাবেশ থেকে ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সমাবেশ পণ্ড করতে নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। পুলিশ তাদের এ  অভিযোগ অস্বীকার করে বলেছে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তাদের আটক করা হয়েছে।

পুলিশ জানায়, অনুমতি না নিয়ে নগরের জয়দেবপুরের ট্রাস্ট কমিউনিটি সেন্টারে রবিবার বিএনপি কর্মিসভার আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এসময় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়।

তবে পুলিশের এ অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতারা জানান, তাদের কর্মী সমাবেশ পণ্ড করতে কয়েক দফা পুলিশ লাঠিচার্জ করে এবং তাদের নেতাকর্মীদের আটক করে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের  ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ৩:৫৭ অপরাহ্ণ