২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৪

জার্মানের এএফডি পার্টির নেতার ইসলাম গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক:

গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনেও তিনি ইসলাম ও মুসলিম বিরোধী ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন। নির্বাচনী প্রচারে তার দলের স্লোগান ছিল- জার্মানে মুসলমানদের কোনো স্থান নেই। জার্মান ইসলামী করণের বিরুদ্ধে। জার্মানের সেই রাজনীতিবিদ এখন ইসলামের ছায়াতলে।
তিনি হলেন জার্মানের অল্টারনেটিভ ফোর ডোটসল্যান্ড পার্টির পশ্চিম জার্মানের ব্রান্ড্যানবার্গ শাখার জাতীয় নির্বাহী কমিটির সদস্য অর্তুর ওয়াগনার।
এএফডি’র মুখপাত্র বলেছেন, ওয়াগনার ইসলাম গ্রহণ করে দলের সদস্য পদও ছেড়ে দিয়েছেন। ওয়াগনার বলেছেন, দল ছাড়ার কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করবেন না। তবে, বার্লিনের একটি দৈনিককে তিনি তার ইসলাম গ্রহণের কথা নিশ্চিত করেছেন। এবং গত ১১ জানুয়ারি তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ ছাড়ারও ঘোষণা দিয়েছেন।
জার্মানের দৈনিক ডার তাগেসপিগেলকে বলেছেন, এটা তার ব্যক্তিগত বিষয়। দল ছাড়ার সিদ্ধান্তটা তার আগেই ছিল।
এএফডি’র মুখপাত্র বলেন, এই পরিবর্তনে অর্তুর ওয়াগনারের মধ্যে কোনো উদ্বেগ ছিল না। এবং ইসলাম গ্রহণের ক্ষেত্রে তার কোনো বাধাও ছিল না। এই মুখপাত্রের দাবি, ওয়াগনার যে সরে যাবেন এটা তাদের আগে জানা ছিল না।
সূত্র: দ্যা গার্ডিয়ান

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ৯:৩০ পূর্বাহ্ণ