নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মোটরসাইকেল মহড়া করেছে আশুলিয়ার ইয়ারপুর ও শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। এঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আশুলিয়া থানা যুবলীগের নেতাকর্মীরা জানায়, সোমবার রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন থানা যুবলীগের আহবায়ক মঈনুল ইসলাম ভুইয়া। নুরুল আমিনকে আহবায়ক ও সোহেল মোল্ল্যাকে যুগ্ম আহবায়ক করে কমিটি ঘোষণা করা হয়। এছাড়া একই রাতে শিমুলিয়া ইউনিয়নের ও ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি পেয়ে মঙ্গলবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে কয়েক’শ নেতাকর্মী ইয়ারপুর ইউনিয়ন থেকে মোটরসাইকেল মহড়া বের করে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়।
পরে সেখানে নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানকে মিষ্টি মুখ করান। এঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। বাস যাত্রীরা পড়ে চরম দুর্ভোগে। নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়া থানা যুবলীগের এক নেতা জানান, আশুলিয়ার ইয়ারপুর ও শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মঈনুল ইসলাম ভুইয়ার বিরুদ্ধে।
এছাড়া মঈনুল ইসলাম ভুইয়া আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক হয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি শুরু করেছে। কেউ এর প্রতিবাদ করলে তাদেরকে হুমকি দেন। এবিষয়ে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, কাউকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

