২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৭

যোগীর রাজ্যে নৌকাডুবিতে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশের বাঘপত জেলায় বৃহস্পতিবার সকালে যমুনা নদীতে যাত্রীবোঝাই নৌকাডুবিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের । এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল। জেলাশাসক ভবানী সিং জানিয়েছেন, নৌকাটিতে বহন ক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী ছিল। কথা গ্রামের কাছে নৌকাটি উল্টে যায়। যারা ডুবে গিয়েছেন, তাদের বেশির ভাগই নারী। ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। নামানো হয়েছে ডুবুরির দল। ১২ জনকে উদ্ধার করা গিয়েছে। হরিয়ানার দিকে যাচ্ছিল নৌকাটি। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারপিছু দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ৩:১৯ অপরাহ্ণ