২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

মানসিক প্রতিবন্ধী ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

একজন মানসিক প্রতিবন্ধী ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গতকাল হেব্রোন সিটির পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যরা অভিযান পরিচালনার সময় তাকে গুলি করে। নিহতের পরিবার এবং ফিলিস্তিন সরকারের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মোহাম্মাদ জাইন আল জাবারির মৃতদেহ সনাক্ত করে।

ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদ করা সময় ২৪ বছর বয়সি আল জাবারির বুকে গুলি করে ইসরায়েলি সেনারা। এরপর তাকে হেব্রোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আল জারাবির কাকা আবু নাসের আল জাজিরাকে বলেন, আমার ভাতিজা মানষিক প্রতিবন্ধি ছিলো। সে ঠিকমত কথা বলতে পারতো না। সে নির্মাণ শ্রমিকের কাজ করতো এবং তার চার বছরের একটি বাচ্চা রয়েছে।

আবু নাসের বলেন, জাবারি ফিলিস্তিনকে ভালোবাসত। সে কখনও বসে থাকত না। কিন্তু ইসরাইলি বাহিনী যখন শহরে ঢুকে পড়ে, তখন সে কিছু করেনি। পরে আল জারাবির লাশ নিয়ে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। এসময় তারা স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১০:৩৩ পূর্বাহ্ণ