২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৫৪

ড. কামাল আইনী পরামর্শ দেবেন : মির্জা ফখরুল

মারুফ শরীফ, দেশজনতা প্রতিবেদক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা চেয়ারপারসনের মামলার বিষয়ে আইনি পরামর্শের জন্য ড. কামাল হোসেনের কাছে গিয়ে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তিনি রায়ের কপি পড়বেন, পরে আমাদের পরামর্শ দেবেন বলে জানিয়েছেন। দেশের প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন বেগম খালেদা জিয়ার আইনজীবী হওয়ার অনুরোধ ফিরিয়ে দিয়েছেন’ সংবাদটি সত্য নয়, এটা পুরোপুরি মিথ্যা- বললেন বিএনপি মহাসচিব।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকররা এ বিষয়ে আমার বা ড. কামালের সঙ্গে কথা না বলায় শুধু বিএনপিই নয় তার মতো এমন প্রবিণ ও প্রাজ্ঞ আইনজীবীকেও ছোট করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হচ্ছে। দলের নারী কর্মীদেরও গ্রেফতার করে সারাদিন থানায় রেখে পরদিন কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। শুনানির ডেট দেয়া হচ্ছে ১-২ মাস পরে।

বিএনপির মহাসচিব বলেন, যেভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে এর মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ রুদ্ধ করা যাবে না। বিএনপিকেও ভাঙা যাবে না। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। কোনো সংঘাতে বিএনপি নেতাকর্মীরা জড়িত নয়, তারপরও দলের নেতাকর্মীদের কোনো কারণ ছাড়াই গ্রেফতার করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা বন্ধের নির্দেশনা চেয়ে ইসির কাছে দেয়া চিঠির বিষয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলায় আর প্রধানমন্ত্রী দেশ-বিদেশে সরকারি খরচে ঘুরে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা নির্বাচন কমিশনে যৌক্তিক দাবি জানিয়েছি, বলেছি অবিলম্বে এটি বন্ধের পদক্ষেপ নিতে। আমরা আশা করছি নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। তারা যদি সেটা না করে তাহলে আমরা আগে যে অভিযোগ করেছি নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে- সেটাই প্রমাণিত হবে।

বিচার বিভাগ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া ‘আইনজীবীদের ভুলে কারাগারে আছেন’ এ কথা বলে আইনমন্ত্রী প্রমাণ করেছেন খালদো জিয়াকে মিথ্য মামলায় সাজা দেয়া হচ্ছে। প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করে সরকার আবারও প্রমাণ করেছে বিচার বিভাগ সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। সরকারের নির্দেশের বাইরে কিছু চলছে না।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৮:০৮ অপরাহ্ণ