২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

শুরুতেই ফোরজি সেবা পাচ্ছে না আইফোনধারীরা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

আগামী সপ্তাহ নাগাদ দেশে ফোরজি চালু হতে যাচ্ছে। তবে শুরুর দিকে এই সুবিধা পাচ্ছেন না দেশের আইফোন ফোন ব্যবহারকারীরা। বাংলাদেশের কান্ট্রি কোডে আইফোনের ফোরজি সেবা সংক্রান্ত কারিগরি সীমাবদ্ধতা থাকায় অভিজাত গ্রাহক হিসেবে বিবেচিত আইফোন ব্যবহারকারীরা এই সেবা থেকে বঞ্চিত হবেন।

ফোর-জি সেবা পেতে আরও অপেক্ষা করতে হবে আইফোন ব্যবহারকারীদের। সূত্র মতে, আইফোন কর্তৃপক্ষ মোবাইল ফোন অপারেটরগুলোকে জানিয়েছে, এজন্য এক হতে দেড় মাস সময় লাগতে পারে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশে ফোরজি চালুর কারিগরি বিষয়ের বিস্তারিত জানিয়ে আইফোন কর্তৃপক্ষকে চিঠি দিতে যাচ্ছে বিটিআরসি। এই সমস্যার দ্রুত সমাধান করতে চিঠিতে আইফোন কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে।

অপারেটরগুলোর তথ্য অনুযায়ী দেশে, ১৫ হতে ১৬ লাখ মানুষ এখন আইফোন ব্যবহার করছেন। এরমধ্যে শুধু গ্রামীণফোনেরই রয়েছে ৬ লাখের বেশি।

বাংলাদেশে আইফোনের একমাত্র পরিবেশক ইউনিয়ন গ্রুপের মোবাইল অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিভিশনের সিপিএল। ইউনিয়ন গ্রুপের মোবাইল ডিভিশনের বিজনেস কন্ট্রোলার মোহাম্মদ আসিফ আলমগীর অবশ্য সমস্যাটির বিষয়ে এখনও নিশ্চিত নন। তবে দেশে আইফোনের বাজার সম্পর্কে তিনি জানিয়েছেন, বৈধ-অবৈধ মিলিয়ে ২০১৭ সালে দেশে ৮০ হাজারের মতো আইফোন বিক্রি হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ৭:২৩ অপরাহ্ণ