২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৬

বাংলাদেশ বড় রানের লক্ষ্যমাত্রা পেতে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক:

ঢাকা টেস্টে বড় লক্ষ্যমাত্রাই পেতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে শ্রীলঙ্কা ২২০ রানের লিডে রয়েছে। এখনও তাদের হাতে রয়েছে সাতটি উইকেট। আজ কেবল ম্যাচের দ্বিতীয় দিন। ম্যাচটিতে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল। এই ম্যাচে বাংলাদেশ যদি হেরে যায় তাহলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিবে শ্রীলঙ্কা।

মিরপুরে শ্রীলঙ্কা এখন দ্বিতীয় ইনিংসের ব্যাট করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ চার উইকেট হারিয়ে ১০৮ রান।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায়। আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউ হন ওপেনার কুসল মেন্ডিস। তিনি করেন সাত রান। রাজ্জাকের পর আঘাত হানেন তাইজুল ইসলাম। দলীয় ৫৩ রানে বোল্ড হয়ে ফিরে যান ওয়ানডাউনে ব্যাট করতে নামা ধনঞ্জয়া ডি সিলভা। তিনি করেন ২৮ রান।

দলীয় ৮০ রানে মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান দানুশকা গুনাথিলাকা। ২৭ বল খেলে তিনি করেন ২৭ রান। দলীয় ৯২ রানে মেহেদী হাসান মিরাজের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ হন ওপেনার দিমুথ করুণারত্নে। তার ব্যাট থেকে আসে ৩২ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২২২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

এরপর বাংলাদেশ ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে। শুক্রবার সকালে আবার বাংলাদেশ ব্যাট করতে নামে। প্রথম সেশনেই স্বাগতিকরা ১১০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। অর্থাৎ, প্রথম ইনিংস শেষে ১১২ রানের লিডে থাকে শ্রীলঙ্কা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৯, ২০১৮ ৩:৪৩ অপরাহ্ণ