স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে ভালোই দুরবস্থা চলছে আর্সেনালের। প্রথম চারটি দলের মধ্য থেকে পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারবে কি না, তা নিয়ে চলছে ঘোর সংশয়। এরই মধ্যে আবার নিচের সারির ক্লাব সোয়ানসি সিটির বিপক্ষে হারের মুখ দেখেছে গানাররা। প্রিমিয়ার লিগের ম্যাচটি হেরে গেছে ৩-১ গোলের ব্যবধানে।
প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল আর্সেনালই। ৩৩ মিনিটের মাথায় সোয়ানসি সিটির জালে বল জড়িয়ে দিয়েছিলেন নাচো মনরিয়াল। কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। পরের মিনিটেই গোল শোধ করে ম্যাচে সমতা ফিরিয়েছিলেন সোয়ানসি সিটির স্যামুয়েল ক্লুকাস। ১-১ ব্যবধানের সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দারুণ দাপুটে নৈপুণ্য দেখিয়েছেন সোয়ানসি সিটির ফুটবলাররা। ৬১ মিনিটে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন জর্ডান আয়িউ। আর ৮৬ মিনিটে ব্যবধানটা ৩-১ বানিয়ে ফেলেন ক্লুকাস।
৩-১ গোলে হতাশাজনক এই হারের পর ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল। ২৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধানটাও অনেক। ২৪ ম্যাচ শেষে ম্যানইউর সংগ্রহ ৫৩ পয়েন্ট।
দৈনিকদেশজনতা/ আই সি