নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোস্তফা কামাল নামে এক বিমানকর্মীর জুতা থেকে ৪০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম ।
আটক মোস্তফা কামাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচ্ছন্নতাকর্মী। সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমানকর্মীকে আটক করেছে কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।
বুধবার দিবাগত রাতে পৌনে পাঁচ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।
কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার বারের দাম আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা। সোনা চোরা চালানের ঘটনার খবর জানিয়ে, ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদু্ল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মোস্তফা কামালকে আটক করা হয়। তাঁর পরনে জুতার মধ্যে চল্লিশটির মতো সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন চার কেজি ৬৫০ গ্রাম।
দৈনিক দেশজনতা/এন এইচ