২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

হুয়াওয়ের নতুন ফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে নতুন একটি ফোন বাজারে আনছে। এটি হনর সিরিজের ফোন। ফ্লাগশিপ এই ডিভাইসটির মডেল হনর ভি টেন।
আগামী বছরের শুরুতে এটি ভারতের বাজারে অবমুক্ত করা হবে। সম্প্রতি এই ফোনটি যুক্তরাজ্যের লন্ডনে অবমুক্ত করা হয়। এর আগে সেপ্টেম্বর মাসে ফোনটি চীনের বাজারে আসে। ফোনটি বাংলাদেশের বাজারে আসকে কী না সে সম্পর্কে এখনো কিছু জানা জায়নি।

হনর ভি টেন হুয়াওয়ের প্রথম আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সি সমৃদ্ধ ফোন। ফোনটিতে আছে ৬.৯৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২১৬০ পিক্সেল। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন ৮.০ অরিও তে হনার ভি টেন চলবে। এতে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর অক্টাকোর কিরিন ৯৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

হুয়াওয়ের নতুন এই ফোনটিতে আছে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। হাইব্রিড ডুয়েল সিমের এই ফোনটিতে ছবির জন্য রিয়ারে আছে ১৬ মেগাপিক্সেল ও ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে ৩৭৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এতে ফোরজি নেটওয়ার্ক কানেকটিভিটি পাওয়া যাবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ১২:৩১ অপরাহ্ণ