২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১১

কৃষ্ণ সাগরের তলদেশে মিলেছে ৬০ জাহাজের ধ্বংসাবশেষ

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  

সাগরের তলে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ সন্ধান করা অত্যন্ত দুরূহ কাজ। এ কাজে যেমন প্রয়োজন হয় প্রচুর দক্ষতার তেমন ঝুঁকিও রয়েছে। সেই কঠিন কাজটি করে বহু বছর আগে সাগর তলে জাহাজের সন্ধান পাওয়া রোমাঞ্চকর বৈকি! গবেষকদের প্রায় তিন বছরের প্রচেষ্টায় সম্প্রতি কৃষ্ণ সাগরের তলদেশে পাওয়া গেছে বহু বছর আগে ডুবে যাওয়া এমন ৬০ জাহাজের ধ্বংসাবশেষ।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে সাগরতলে ডুবে যাওয়া জাহাজ অনুসন্ধানে যথেষ্ট অগ্রগতি হচ্ছে। কৃষ্ণ সাগরে অতীতে নানা ঘটনায় প্রচুর জাহাজ ডুবে গিয়েছিল। এসব জাহাজের কোনো কোনোটি কয়েক হাজার বছর আগেও ডুবেছিল। সম্প্রতি গবেষকরা এসব পুরনো জাহাজের সন্ধান পাচ্ছেন। খবর ফক্স নিউজের। এতে বলা হয়, ২০১৫ সালে গবেষকরা একটি প্রকল্প শুরু করেন। প্রকল্পে রয়েছেন যুক্তরাজ্য, বুলগেরিয়া, সুইডেন, যুক্তরাষ্ট্র ও গ্রিসের গবেষকরা। তারা এ প্রকল্পে জাহাজের অনুসন্ধান ছাড়াও সাগরে পরিবেশের প্রভাব নিয়ে অনুসন্ধান চালান। কিন্তু কীভাবে এত দ্রুত পুরনো জাহাজগুলোর সন্ধান পাওয়া যাচ্ছে যা আগে যায়নি?
এ প্রশ্নে অভিযানটির উদ্যোক্তারা জানান, তারা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এ অগ্রগতি অর্জন করেছেন। গবেষকরা জানিয়েছেন, তারা যে জাহাজগুলোর ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন সেগুলোর কোনো কোনোটি আড়াই হাজার বছরের পুরনো। কোনো কোনো জাহাজ পানির নিচে অনেকখানি অক্ষত অবস্থাতেই রয়েছে।

তবে পানির নিচ থেকে জাহাজগুলো এখনও উদ্ধার করা হয়নি। এগুলোর অবস্থানও গোপন রাখা হয়েছে নিরাপত্তার খাতিরে। আধুনিক যন্ত্রপাতির সহায়তা এগুলোর থ্রিডি মডেল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। তারা এসব জাহাজে আরো অনুসন্ধান করা হলে মানুষের সভ্যতার ইতিহাসের অনেক বিষয় জানা যাবে বলে মনে করছেন।

 

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ১০:৪৭ পূর্বাহ্ণ